চট্টগ্রামের খুলশী থানার ফয়েস লেক এলাকায় পাহাড় কাটার দায়ে ৩ জনকে সাত লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৭ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ জরিমানা করেন। পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক নুরুল্লাহ নুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওমর ফারুক, নুরুল আবছার ও জাফর আহমেদ নামে তিনজনকে মোট সাত লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

নুরুল্লাহ নুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফয়েস লেক এলাকায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের এক কর্মকর্তা পাহাড় কাটার বিষয়ে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পাহাড়তলী মৌজায় এক হাজার ৫৫০ বর্গফুট পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতর।

তদন্তে পাহাড় কাটার সঙ্গে তিনজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বৃহস্পতিবার অধিদফতরের কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করায় ওমর ফারুককে দুই লাখ ৫০ হাজার টাকা, নুরুল আবছারকে ৩ লাখ ও জাফর আহমেদকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ সাতদিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া এই জমিতে বহুতল ভবন অথবা কোনো রকম উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএম/এসএম