সিনোফার্মের ৯১ হাজার টিকা পাচ্ছে চট্টগ্রাম
চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেতে যাচ্ছে চট্টগ্রাম। বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, শুক্রবার সকালে টিকা চট্টগ্রামে এসে পৌঁছার কথা রয়েছে। চট্টগ্রামে আসার পর টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া হবে। তবে কখন ও কাদের দেওয়া হবে তা পরে জানানো হবে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫৩ হাজার ৭৬০ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৪৮ হাজার ১৪৫ জন। চট্টগ্রামে ৭ ফেব্রুয়ারি শুরু হয় টিকাদান কার্যক্রম।
কেএম/আরএইচ