রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ওই বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আনোয়ার সাত্তার বলেন, বুধবার (১৬ জুন) রাত ১১টায় বিপ্লব সরকার নামে এক পথচারী সূত্রাপুর থানাধীন কাঠেরপুল থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, সেখানে কসমোপলিটন স্কুলের নীচে ৬৫/৭০ বছর বয়সের এক অসুস্থ বৃদ্ধা রাস্তায় কান্নাকাটি করছিলেন। পথচারী কলার বৃদ্ধাকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন ওই বৃদ্ধার রিকশাচালক ভাই (সোহাগ) সকালের দিকে তাকে সেখানে ফেলে রেখে গেছেন। বৃদ্ধার নাম মেহেরুন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় বলে জানান।
তিনি বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সূত্রাপুর থানায় জানিয়ে বৃদ্ধাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সূত্রাপুর থানার একটি দল ঘটনাস্থলে যায়।
পরে রাত সাড়ে ১২টায় সূত্রাপুর থানার এ এস আই মো. জুয়েল মিয়া ৯৯৯কে জানান, তিনি সেখানে গিয়ে বৃদ্ধাকে খাবার দেন ও প্রাথমিক চিকিৎসা করেন। পরে বেসরকারি স্বেচ্ছাসেবী বৃদ্ধ ও শিশু আশ্রয় কেন্দ্র ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’র কর্মীরা এসে বৃদ্ধাকে নিয়ে যান।
তিনি বলেন, আজ সকালে ৯৯৯ থেকে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ এ ফোন করা হলে তারা জানায় বৃদ্ধা বর্তমানে সুস্থ আছেন। কেউ বৃদ্ধাকে নিতে রাজি না হলে তাদের কেন্দ্রে বৃদ্ধা আমৃত্যু থাকতে পারবেন।
এমএসি/এমএইচএস