অর্থআত্মসাৎ: ফার্স্ট ফাইন্যান্সের এমডিকে জিজ্ঞাসাবাদ
নিয়োগ দুর্নীতি ও আমানতের ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে কোনো ধরনের বক্তব্য দিতে অস্বীকার করেন তিনি। ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে আছেন তুহিন।
অভিযোগের বিষয়ে জানা যায়, তুহিন ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে জীবন বিমা করপোরেশনের মেয়াদোত্তীর্ণ ৬০ কোটি টাকা মেয়াদী আমানতের সুদসহ তহবিল ফেরত দেননি।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের সার্ভিস রুল ও বিধিবিধান লঙ্ঘন করে চাকরি গ্রহণ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
আরএম/জেডএস