গ্রেফতার জাহিদুর আলম

চট্টগ্রামের বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী কবরস্থানের জায়গায় সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণকারী জাহিদুর আলমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  

বুধবার (১৬ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার বিজয় বসাক। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রথমে জাহিদুর আলমকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, জাহিদুর আলমকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে বাকলিয়া হতে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতার হওয়া জাহিদুর আলমের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। জাহিদুর আলম বাকলিয়া থানার সাদেক শাহ মাজার গেইট এলাকায় মকবুল হাওলাদারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। 

১১ জুন বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী কবরস্থানে সাইনবোর্ড লাগানোর বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছিলেন। 

কেএম/এইচকে