প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিদেশগামী কর্মীদের জন্য খুব শিগগিরই টিকার ব্যবস্থা করা হচ্ছে বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনের উপহারের সিনোফার্মের ৬ লাখ টিকা থেকে কিছু টিকা বিদেশগামীদের দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার (১৬ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দফতরে সাক্ষাতে যান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ সময় বিদেশগামীদের টিকা দেওয়ার বিষয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকে থাকা এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রী বিদেশগামীদের টিকা দেওয়ার বিষয়টি উপস্থাপন করলে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশগামীদের জন্য খুব দ্রুত টিকার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, চীনের ৬ লাখ টিকা থেকেও কিছু টিকা প্রবাসীদের দেওয়া হবে। 

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র বলছে, বিদেশগামীদের কর্মীদের টিকা নিশ্চিত করার জন্য গত ১০ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ। চিঠি দেওয়ার ছয় দিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এমন আশ্বাস পাওয়া যায়। 

বৈঠকে স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমও ছিলেন।

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিদেশগামী কর্মীদের প্রবেশে টিকার সনদ বাধ্যতামূলক করছে অনেক দেশ। সামনের দিনগুলোতে কমবেশি সব দেশই কর্মী প্রবেশে এমন শর্ত জুড়ে দেওয়ার সম্ভাবনা দেখছেন অভিবাসন সংশ্লিষ্টরা।

এদিকে, আজ (বুধবার) ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সম্মিলিত সমন্বয় পরিষদ। 

সংবাদ সম্মেলনে সম্মিলিত সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা না দিলে একসময় কর্মী যাওয়া বন্ধ হয়ে যাবে।

এনআই/এইচকে