স্থগিত থাকা জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসন, ষষ্ঠ ধাপের পৌরসভা এবং ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এ কারণে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৫ জুন) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, স্থগিতকৃত জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসনে নির্বাচন ও ষষ্ঠ ধাপে স্থগিতকৃত ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভা ও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন এবং ২০৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। উল্লেখিত নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সেলে আইডিয়া প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কাশেম মো. ফজলুল কাদের নেতৃত্বে থাকবেন। 

এই কমিটিতে জননিরাপত্তা বিভাগের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার পদপর্যাদার একজন, বিজিবি বা র‌্যাবের অথবা আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার একজন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ পদমর্যাদার একজন কমিটির সদস্য হবে।

এসআর/এনএফ