রাজধানীর কদমতলীর জুরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কবির হোসেন (১৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকালে ভবনের ৬তলা থেকে ২য় তলায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী বাবু ঢাকা পোস্টকে বলেন, সকালে প্রতিদিনের মতো আজও আমরা কাজে যাই। ৭তলা ভবনের ৬ তলায় প্লাস্টারের কাজ করছিলাম। অসাবধানতায় কবির ৬তলা থেকে ২য় তলার ফ্লোরে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে ডাক্তার জানায় মারা গেছে।

বাবু আরও বলেন, বর্তমানে আমরা কদমতলীর জুরাইনের জামে মসজিদের পাশে নির্মাণাধীন ভবনেই থাকি। কবিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জোলার গোমস্তাপুর থানার বাঙ্গাবাড়ী গ্রামে। সে মো. আলাউদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সকালে ভবন থেকে পড়ে আহত হওয়া এক কিশোরকে ঢাকা মেডিকেলে আনা হয়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসএএ/এইচকে