ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান
রাজধানীর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১৪ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাটারা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশদ্বারে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নির্ধারিত সীমানার বাইরে এসে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অস্থায়ী দোকানের ব্যবসায়ীরা। এতে সাধারণ পথচারী চলাচলে বাধার সৃষ্টি হওয়ার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অভিযান পরিচালনা করে।
অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহম্মাদ তাজুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বসুন্ধরা আবাসিক এলাকার গেটে ডিএনসিসি অভিযান পরিচালনা করেছে। ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছিল, যে কারণে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের পর বসুন্ধরা গেট এলাকায় গিয়ে দেখা গেছে, উচ্ছেদ করা দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন মালিকরা।
সেখানে উপস্থিত আনোয়ার হোসেন নামে এক দোকানি বলেন, আমাদের দোকানের কিছু অংশ ফুটপাতের দিকে চলে গিয়েছিল। আজ সিটি করপোরেশন থেকে লোকজন এসে বাড়তি অংশ ভেঙে দিয়ে গেছে। আমাদের আগে কিছু জানানো হয়নি। জানালে আমারা নিজেরাই এগুলো সরিয়ে নিতাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, গত একবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোট ১৬১৯টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অস্থায়ী অবকাঠামো অপসারণ করা হয়েছে ১০ হাজার ২৮৮টি, স্থায়ী অবকাঠামো অপসারণ হয়েছে ৫৬৩টি, বিলবোর্ড অপসারণ হয়েছে ২ হাজার ৫৭০ টি। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ফুটপাত উদ্ধার হয়েছে ৮৬.৫ কিলোমিটার এবং খাল পাড় অন্যান্য স্থান উদ্ধার হয়েছ এক লাখ ৭০ হাজার ৩৩ বর্গফুট। এ সময় মোট মামলা হয়েছে ২ হাজার ৩৪৯টি এবং মোট জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৭৯ টাকা।
এএসএস/এসকেডি