কোনোরকমের ঝুঁকি না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
করোনা ইস্যুতে কোনোরকমের ঝুঁকি না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সংক্রমণ বেশি সেখানে স্থানীয় প্রশাসন যেন 'ব্লক' করে দিয়ে সংক্রমণ থামানোর চেষ্টা করেন, সেই নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১৪ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক তিনি এ নির্দেশ দিয়েছেন বলে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'তিনি বলছেন যে, এখন থেকে বলে দাও সবাইকে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। তিনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। কোনোরকম রিস্ক না নিতে। যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা যেন সেখানে ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে।'
কেন্দ্রীয় লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না প্রশ্নে তিনি বলেন, 'দেখি, এটা নিয়েতো আরও দুদিন সময় আছে।' বিধিনিষেধ বাড়ানো হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেখা যাক।'
সচিব বলেন, 'করোনা নিয়ে আলোচনা হয়ে গেছে। এরইমধ্যে আমরা স্থানীয় প্রশাসনসহ সবাইকে বলে দিয়েছি, যদি ওনারা মনে করেন স্থানীয়ভাবে আলোচনা করে কোনো এলাকাকে ব্লক করে দেবেন তাহলে, দিতে পারবেন, কোনো অসুবিধা নেই।'
লকডাউনে সরকারি সব অফিস খোলা আছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'আমরা (লোকবল) ভাগ করে নিয়েছি। আমাদের অর্ধেকের বেশি আসে না।'
এসএইচআর/জেডএস