মশার লার্ভা ধ্বংসে ডিএনসিসির অভিযান
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধ করতে মশার মশার লার্ভা ধ্বংসে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১টি মামলায় এক লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শনিবার (১২ জুন) ডিএনসিসির বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুটি মামলায় আট হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এসএম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় ২০ হাজার টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুটি মামলায় ৩০ হাজার টাকা আদায় করা হয়।
৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় ৭০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি মামলায় দুই হাজার ১০০ টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২১টি মামলার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এক লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।
এএসএস/আরএইচ