রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর গায়ে গরম পানি ঢেকে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ঐ গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

শুক্রবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় একজন ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭সি সড়কের ২০ নম্বর বাড়ি থেকে ফোন করে জানান, বাড়িটিতে এক নারী গৃহকর্মীকে প্রচণ্ড মারধর ও গরম পানি ছুঁড়ে আহত করে একটি রুমে আটকে রেখেছে। ফোনদাতা জানান, তিনি প্রতিবেশী এবং আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনেছেন। 

৯৯৯ থেকে তাৎক্ষণিক উত্তরা পশ্চিম থানায় জানিয়ে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।  

তিনি আরও বলেন, পরে উত্তরা পশ্চিম থানার এস আই কাঞ্চন ৯৯৯-কে জানান, তারা নির্যাতনের শিকার গুরুতর আহত গৃহকর্মী নিশাকে (১৮) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আর নির্যাতনের অভিযোগে গৃহকর্তার মেয়ে তানজিনা রহমানকে (২৪) আটক করে থানায় আনা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসি/ওএফ