১৪ হাজার লিটার চোরাই পামওয়েলসহ আটক ৫
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ১৪ হাজার ১২০ লিটার পামওয়েল উদ্ধারসহ চক্রের পাঁচ চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭। এসময় চোরাই পামওয়েল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (১১ জুন) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আটকরা হলেন- মো. মিজানুর রহমান (৩০), মো. মাকসুদুর রহমান (২৬), মো. জানে আলম (৫২), মো. তাহের (৩০) ও মো. মঞ্জুর আলম (২৫)।
নুরুল আবছার বলেন, র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে- শিকলবাহা এলাকায় কিছু ব্যক্তি অবৈধ উপায়ে চোরাই পামওয়েল কেনাবেচার উদ্দেশ্যে মজুত করছে। ওই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুন) অভিযান পরিচালনা করে পাঁচ জনকে আটক করা হয়।
তিনি জানান, আটক আসামিদের দেখানো মতে পরে দুটি ট্রাক থেকে ড্রাম ও কন্টেইনারে রাখা ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েল উদ্ধার করা হয়। এসময় চট্ট মেট্রো ট-০৫-০৯৫৫ ও চট্ট মেট্রো ট-০৫-০৩২০ ট্রাক দুটি জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পামওয়েল মজুত করে মানুষের কাছে বিক্রি করে আসছিল। আটক আসামি ও উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এসএসএইচ