১৬ মোটরসাইকেল মালিককে খুঁজছে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ রাজধানী ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে ১৭টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে।
মঙ্গলবার (৮ জুন) রাজধানীর হাতিরঝিল ও কুমিল্লা জেলার মুজাফরগঞ্জ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ জুন) ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়, ডিএমপির ডিবি লালবাগ বিভাগে গত মঙ্গলবার রাজধানী ও কুমিল্লায় অভিযান পরিচালনা করে ১৭টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে।
মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিককে এখন খুঁজছে ডিএমপি। উপযুক্ত ও যথাযথ প্রমাণ দেখানো সাপেক্ষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে মোটরসাইকেলগুলো।
উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলগুলোর বিবরণী
লাল রংয়ের একটি অ্যাপাচি আরটি আর ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল, চেসিস নম্বর- MD624HC10G2N44263
লাল রংয়ের একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল। যার রেজিস্ট্রেশন বগুড়া-ল-১২-১২৫২ এবং চেসিস নম্বর- MD2A11CZ0FWE94588
নীল রংয়ের একটি পালসার এনএস রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর-MD2A820Z2GCK02990
নীল রংয়ের একটি পালসার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। চেসিস নম্বর-MD2A11CY5HWA89112
কালো রঙের একটি সুজকি ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। চেসিস নম্বর- NG4BW-110426, ঝালাই এর কারণে অস্পষ্ট, ইঞ্জিন নম্বর- BGA1-662080
লাল রংয়ের একটি হিরো গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MBLJA06EZCGK00162
নীল ও কালো রঙের একটি বাজাজ ডিসকভার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MD2A14AZ8EWK05490
নীল রঙের একটি হিরো হোন্ডা গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MBLJA06ANGGM10575
কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MB8NG4BAAF8130356
লাল ও কালো রঙের একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- PSUB44BY3LTM58623
সাদা রঙের একটি ইয়ামাহা ফেজার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যাহার চেসিস নম্বর -2CL31404889
কালো রঙের একটি বাজাজ প্লাটিনা রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MD2A18AZ4FWK78896
কালো রঙের একটি ইয়ামাহা ভারসন-৩ আর-ওয়ান-১৫ (R-15) রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MH3RG4710LK142730
কালো ও সাদা রঙের একটি আরটিআর টিভিএস অ্যাপাচি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MD634KE47F2F52838
কালো ও লাল রঙের একটি বাজাজ পালসার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- PSUA11CY8MTA88687
একটি টিভিএস অ্যাপাচি আরটিআর রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, ইঞ্জিন ও চেসিস নম্বর পাঞ্চিং।
এমএসি/আরএইচ