বাহরাইনে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে দূতাবাসের সমঝোতা সই
বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে, বিশেষত ছোট কোম্পানিতে কর্মরত ও ফ্লেক্সি ভিসায় কর্মরতদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস দেশটির স্বনামধন্য ইনস্যুরেন্স কোম্পানি সলিডারিটি আল আলিয়া ইন্স্যুরেন্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। বুধবার (৯ জুন) চুক্তিটি সই করে দেশটির বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, চুক্তিটির সম্পাদনের মাধ্যমে ইনস্যুরেন্স কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীরা শুধুমাত্র ১৬ বাহরাইনি দিনারে দুই বছর মেয়াদি বিমা/ইনস্যুরেন্স পলিসি গ্রহণ করতে পারবে। বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে পাঠানো, দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাসেবা নিশ্চিত করা, মৃতের পরিবারের তাৎক্ষণিক আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এ উদ্যোগ নেন।
বিজ্ঞাপন
ভার্চুয়ালি চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, বিএমইটি মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মিশন ও কল্যাণ) ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাহরাইনের ইনস্যুরেন্স কোম্পানি সলিডারিটি আল আলিয়া ইন্স্যুরেন্সের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, বাহরাইন শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এলএমআরএ প্রতিনিধি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ চুক্তির সুবিধা প্রসঙ্গে রাষ্ট্রদূত নজরুল ইসলাম এক টুইট বার্তায় লিখেছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে আশা করি ফ্লেক্সি ভিসাধারীরা এবং এসএমই খাতের কর্মীরা সুবিধা পাবেন।
এনআই/এসএসএইচ