যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশাররফ (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) রাত সাড়ে ৮টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক আল-মামুন ঢাকা পোস্টকে বলেন, আমার বাসা ৩৫ পশ্চিম যাত্রাবাড়ীতে। ভবনের ৪ তলায় রাজমিস্ত্রির কাজ করতেন মোশাররফ। বাসার পাশে সাইনবোর্ডের বিদ্যুতের তার বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে। কাজ করার সময় পানি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মোশাররফ। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মো. মোশাররফ যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডে ভাড়া থাকেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার নোমানা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় এক নির্মাণ শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।
এসএএ/এসকেডি