প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক সমমর্যাদের ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। 

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ- মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- খুলনা রেঞ্জের মো. হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, বাসুদেব বণিক, পুলিশ সদরদপ্তরের এস এম আক্তারুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. হায়দার আলী খান, মো. মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মো. আজাদ মিয়া, র‍্যাবের বেগম আতিকা ইসলাম।

গত ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ পুলিশের ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল এসপি) পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়াও গত ২ সপ্তাহে দেশের ১৩ জন পুলিশ সুপারকে (এসপি), ডিএমপি নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ২২ জনকে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এআর/জেডএস