ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুল হকের বিরুদ্ধে চার্জশিট
প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধান কার্যালয়ে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের সুপারিশ করেন। সুপারিশের ভিত্তিতেই চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে সাহেদুল হকের বিরুদ্ধে ১৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ৯৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনে মামলা হয়। তদন্ত প্রতিবেদনে আসামি মো. সাহেদুল হকের বিরুদ্ধে আরও সম্পদের সন্ধান পায় দুদক। যেখানে তার বিরুদ্ধে মোট ৩২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ৩৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পান দুদক কর্মকর্তা। যা দুদক আইনে ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়াও পি কে হালদারের সাত সহযোগীদের দুদকে তলব করে বলেও দুদক সচিব জানিয়েছেন।
আরএম/জেডএস