সাতক্ষীরা থেকে আরও দুই নারী পাচারকারী গ্রেফতার
ভারতে পাচার হয়ে ৭৭ দিনের নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে এসে এক তরুণীর করা মামলায় আরও দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ পুলিশ। গ্রেফতাররা হলেন আমিরুল ইসলাম (৩২) ও আবদুস সালাম মোল্লা (৩৬)।
সোমবার (৭ জুন) ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভারতে পাচার হয়ে ৭৭ দিনের নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করা তরুণীকে পাচারে জড়িত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এর আগে হাতিরঝিল থানায় মঙ্গলবার (১ জুন) একটি মামলা করেছিলেন ওই তরুণী। মামলায় ওইদিন রাতেই সাতক্ষীরা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে শুধুমাত্র একজনই ভারতে ১ হাজার নারী পাচার করেছেন।
এমএসি/এমএইচএস