করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আগামী ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ চলবে। এ সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ সাধনের জন্য ৮৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ সাধনের জন্য এসব কর্মকর্তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নির্দিষ্ট দিন তারা অফিসে এসে দায়িত্ব পালন করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে। 

করোনার ২য় ঢেউ শুরু হওয়ায় চলতি বছরের ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রথমবার বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি ২ দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এই বিধিনিষেধ খুব একটা কাজে না আসায় ১৪ এপ্রিল থেকে শুরু হয় ২ সপ্তাহের ‘কঠোর’ বিধিনিষেধ। 

এরপর থেকে বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কখনো ৭ দিন কখনো ১০ দিন করে এ বিধিনিষেধের মেয়াদ বাড়াতে থাকে সরকার। সবশেষ বিধিনিষেধ ছিল ৩০ মে থেকে ৬ জুন পর্যন্ত। এর মধ্যে ৬ জুন বিধিনিষেধ বাড়ানো হয় আরও ১০ দিনের জন্য। যা আগামী ১৬ জুন পর্যন্ত চলবে।

এসএইচআর/জেডএস