মহাখালীর সাততলা বস্তিতে মেয়র আতিকুল ইসলাম

আজ ভোর ৪টায় মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় ৬ ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। দিয়ে গেলেন নানান আশ্বাস।

সোমবার (৭ জুন) দুপুরের দিকে আগুনে পুড়ে যাওয়া বস্তির সার্বিক পরিস্থিতি দেখতে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। একইসঙ্গে ঘর নির্মাণের টিন, শুকনো খাবার এবং প্রতি বেলায় রান্না করা খাবার সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আগুন লাগার পর আমার সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্যদের কথা হয়েছে। আগুন লাগার পর আমাদের করণীয় কী? এখানে দাঁড়িয়ে থাকলে তা সম্ভব নয়। উত্তরা একটি খালের কাজ চলছিল। জটলা ছিল, ওটা শেষ করে এখানে এসেছি। তবে সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে।’

তিনি বলেন, ‘পুড়ে যাওয়া বস্তিবাসীদের সঙ্গে কথা বলেছি। আপাতত ঘরের জন্য টিন দিতে হবে এবং এই মুহূর্তে খাদ্য লাগবে। ইতিমধ্যে কাউন্সিলর খাবার রান্নার কাজ শুরু করেছেন। প্রতিটি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আজ দুপুর থেকে খাবার চালু হবে এবং রাতেও বস্তিবাসীদের খাওয়ানো হবে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘এছাড়া কড়াইল বস্তিতে বহুতলা ভবন নির্মাণ করে বাসিন্দাদের বসবাসের উপযোগী করা হবে। ক্রমান্বয়ে রাজধানীর সব বস্তিগুলোতে কাজ করা হবে।’

মেয়র বলেন, বস্তিবাসীর সমস্যা সমাধানে আমরা ইতিমধ্যে মিটিং করেছি। এটি একদিনে সমাধান করা সম্ভব না। বস্তিগুলো নিয়ে আমরা কাজ করছি। এছাড়া সরকার নির্দেশ দিয়েছে, কড়াইল বস্তি নিয়ে কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে, এসবের ওপরে একটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

এর আগে ভোর ৪টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছিল, তা জানতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূর হাসানকে সভাপতি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- তেজগাঁও জোনের কমান্ডার উপ-সহকারী পরিচালক আবুল বাশার (সদস্য সচিব), তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এবং একই স্টেশনের দুজন পরিদর্শক (ওয়্যার হাউজ)।

এএসএস/এমএইচএস