রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কয়েক ঘণ্টা হয়ে গেলেও এখন পর্যন্ত বস্তির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন লাগায় বস্তিবাসীরা আশঙ্কা করছেন ভেতরে তাদের যে মালামাল রয়েছে, সেসব পুড়ে ছাই হয়ে গেছে। আর সেই আশঙ্কা থেকে কোনোভাবে জীবন বাঁচিয়ে বের হয়ে রাস্তায় আসা বস্তিবাসীরা আহাজারি করছেন।

ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দা সঙ্গে কথা বলে জানা গেছে, ১০০টির বেশি ঘর আগুনে পুড়ে থাকতে পারে। এসব ঘর ব্যাপকভাবে পড়েছে এবং ভেতরে থাকা সবকিছুই পড়ে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা জুবেদা খাতুন বলেন, কোনোরকমে জীবনটা নিয়ে বের হয়ে আসতে পারছি। কিন্তু ঘরের ভেতরে থাকা কোনো মালামাল নিয়ে আসতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত টাকার মালামাল আবার কিনব কীভাবে। আমরা তো এখন রাস্তায় এসে গেছি।

আরেক বাসিন্দা মো. আকবর বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে আসতে সারা বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে। এর মধ্যে অন্তত ২০০ ঘর পুড়ে গেছে। আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে, কোনো কিছুই বাকি নেই ঘরের। ‌জীবনটা নিয়ে কোনোরকমে বের হতে পেরেছি আর কিছু নিয়ে আসতে পারিনি। রিকশা চালিয়ে খুব কষ্ট করে দিনে দিনে ঘরের আসবাবপত্রগুলো কিনেছিলাম। এখন সব শেষ।

সোমবার (৭ জুন) ভোর ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এমএসি/এসএসএইচ