ডিএমপি কমিশনারের সঙ্গে বিভিন্ন বিভাগের প্রধানদের এপিএ স্বাক্ষর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে রোববার (৬ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
বিজ্ঞাপন
ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫৭টি বিভাগের প্রধানরা ডিএমপি কমিশনারের সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
গত ৩ জুন (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানার অফিসার ইনচার্জরা তাদের স্ব স্ব বিভাগের প্রধানদের সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
জেইউ/জেডএস