মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
রাজধানীর বংশাল থানার সিক্কাটুলি এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইশরাক হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একটি জুতার কারখানায় কাজ করতো।
রোববার (৫ জুন) দিবাগত রাত ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ইশরাকের চাচাতো ভাই ইফাত হোসেন ঢাকা পোস্টকে জানান, বংশালের সিক্কাটুলি একটি বাসার নিচতলায় জুতার কারখানায় কাজ করতো ইশরাক। রাতে মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইফাত আরও জানান, ওই বাসাতেই থাকতো ইশরাক। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদি গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এনএফ