রাজধানীর গুলশানে আর কে স্কয়ার প্রপার্টি প্রাইভেট লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম মোল্লা (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শামসুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, গুলশানের ১৩ নম্বর বাসার আর কে স্কয়ার প্রপার্টিজের লিমিটেডপর একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে রুমে অচেতন অবস্থায় পড়ে থাকলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সে ওই এলাকায় ভাড়া থাকতেন। তিনি বরিশাল ভাসানচরের নুরুল হক মোল্লার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, গুলশান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক এসেছে। মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/ওএফ