আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার রাতে (২ জুন) ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া শিমুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জঙ্গি সদস্যের নাম মো. আব্দুল্লাহ (১৭)। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ( ৩ জুন) বিকেলে এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ আসলাম খান বলেন, বুধবার রাতে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া শিমুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ প্রচার ও দেশ থেকে ইসলামবিরোধী কাজ দূর করে যেকোনোমূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিলেন।
তিনি বলেন, আব্দুল্লাহ তার ফেসবুক আইডি ও এনক্রিপটেড গ্রুপে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান শাইখ মুফতি জসীম উদ্দিন রহমানীর জিহাদ বিষয়ক লেকচারের ভিডিও পোস্ট করতেন। তার বাড়িতে থাকা বিভিন্ন জিহাদী বই পড়ে ও সাইবার স্পেস ব্যবহার করে তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগদানে উদ্বুদ্ধ হন। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উগ্রবাদী মতাদর্শের বেশকিছু বই জব্দ করা হয়েছে। এছাড়া উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত তার ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।
এমএসি/এসকেডি