উদ্ধার করা অস্ত্র

চট্টগ্রামে একটি টিনশেড ঘরে মিলল অস্ত্র, গুলি ও কিরিচ। এসব অস্ত্র আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনীর। রিমান্ডে থাকা নুর নবীর দেওয়া তথ্য মতে বুধবার (২ জুন) দিনগত রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৩ জুন) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আন্তঃজেলা ডাকাত দল নুর নবী বাহিনী ডাকাতির সময় অস্ত্র ও কিরিচ ব্যবহার করে। ডাকাতিতে বাধা দিলেই গুলি ছোড়ে, কোপায়। রিমান্ডে সে স্বীকার করে এসব অস্ত্র তার বাহিনীর সদস্য নাসিরের কাছে আছে। 

ওসি আরও বলেন, বুধবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে চান্দগাঁও থানার শংকর দেওয়ানজিরহাট, আহমেদ হোসেন কনট্রাক্টরের টিনশেড ঘরের ভাড়াটিয়া নাসিরের কক্ষ থেকে দুটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় নাসির। 

নুর নবী এখন রিমান্ডে

নাসির নুর নবীর অন্যতম সহযোগী। তার কাছেই অস্ত্র ও গুলি থাকে। তাদের টার্গেট নির্ধারণ হলে এসব অস্ত্র, গুলি নিয়ে নাসির বের হয়। নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে চান্দগাও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কেএম/এইচকে