এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২ জুন) করপোরেশনের আওতাধীন এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮টি মামলায় ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৪৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৪০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১০ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১৫ হাজার টাকা।

পাশাপাশি ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৮টি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ ১ লাখ ৫২ হাজার টাকা।

এএসএস/এমএইচএস