জাপান থেকে আনা মেট্রোরেলের ২য় ট্রেন সেটের ছয়টি কোচ ঢাকায় এসেছে। এরমধ্যে তিনটি কোচ বুধবার (২ জুন) উত্তরা ডিপোয় নেওয়া হয়েছে। বাকি কোচগুলো বৃহস্পতিবার নেওয়া হবে।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বুধবার দুপুরে মেট্রোরেলের জেটি থেকে ক্রেন দিয়ে লিফটিং জিগের মাধ্যমে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়।

প্রকল্প ব্যবস্থাপক সিপি-৮(উপ-সচিব) এবি এম আরিফুর রহমান বলেছেন, আমরা দ্বিতীয় ধাপে আনা ছয়টি কোচ জেটি থেকে ডিপোয় স্থানান্তরের কাজ শুরু করেছি। সড়কে বৃষ্টির পানি জমে থাকায় জেটি থেকে ডিপোতে নিতে সময় লাগছে।

তিনি বলেন, ডিপোর ভেতরের রেলওয়ে ট্র্যাকে কোচগুলো নিয়ে রাখা হচ্ছে। প্রথম দিন তিনটি কোচ জেটি থেকে ডিপোতে নেওয়া হয়েছে। বাকি তিনটি কোচ বৃহস্পতিবার ডিপোতে নেওয়া হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, আগামী ১৩ থেকে ১৪ আগস্ট জাপান থেকে ১২টি কোচ একসঙ্গে দেশে এসে পৌঁছাবে। 

জাপান থেকে ছয়টি করে কোচ দেশে আনা হয়েছে দুই ধাপে। তৃতীয় ধাপে এক সঙ্গে ১২টি কোচ দেশে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প ব্যবস্থাপক সিপি-৮ (উপ-সচিব) এবি এম আরিফুর রহমান বলেন, আমরা সতর্কতার সঙ্গে সব কাজ করছি।

ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, কারিগরি, বৈদ্যুতিক ও ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর কোচগুলো রেলপথে পরিচালনার জন্য প্রস্তুত করা হবে। এজন্য দুই মাস লেগে যেতে পারে।

ঢাকার প্রথম মেট্রো রেলপথ নির্মিত হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। তাতে ব্যয় হচ্ছে ২২ হাজার কোটি টাকা। কাজের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক ২৬ শতাংশ।

পিএসডি/আরএইচ/জেএস