চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৫ জনে। এ সময়ে নতুন করে ১৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬৪২ জনে।
বুধবার (২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আটটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৫ জন এবং বিভিন্ন উপজেলার ৫২ জন রয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৬৪২ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪২ হাজার ৬৯১ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১০ হাজার ৯৫১ জন।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এর মধ্যে চট্টগ্রাম নগরীর দুই জন, নগরের বাইরের এক জন। এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬২৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৭ জন চট্টগ্রাম নগরের। বাকি ১৭৮ জন বিভিন্ন উপজেলার।
গত রোববার (৩০ মে) চট্টগ্রামে করোনায় মারা যান পাঁচ জন। সোমবার (৩১ মে) মারা যান চার জন। মঙ্গলবারও (১ জুন) চার জন মারা যান।
কেএম/জেডএস