সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বৃষ্টির পর আমি সকাল থেকেই মাঠে আছি। কোন কোন এলাকায় জলাবদ্ধতা হচ্ছে, কোথায় কোথায় বেশি পানি জমছে, সে বিষয়ে আমরা মিটিংয়ে (সভা) বসব।

মঙ্গলবার (১ জুন) মোহাম্মদপুর ইকবাল রোড এলাকায় এডিস মশা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মশক নিধনে চিরুনি অভিযানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি সকালে আসার সময় ধানমন্ডি ২৭ নম্বরে জলাবদ্ধতা দেখেছি। জাহাঙ্গীর গেটের সামনেও জলাবদ্ধতা ছিল। বিমানবন্দর রোডে জলাবদ্ধতা দেখেছি। তবে আমাদের বুঝতে হবে বৃষ্টি হলে পানিটা কোথায় যায়। পানি যাবে আমাদের রিটেনশন পন্ডে। 

তিনি বলেন, কল্যাণপুরের ছয়টি খালের মধ্যে যে রিটেনশন পন্ডে পানি যাবে সেখানে ডাউন স্ট্রিমে পানি আসতে পারছে না, কারণ আপ স্ট্রিমে সব জায়গা দখল হয়ে গেছে। এটি তিন যুগের সমস্যা, তবুও আমরা চেষ্টা করছি সামনের দিকে এগোতে। কল্যাণপুর রিটেনশন পন্ডের ১৭৩ একর জায়গার ১৭০ একরই অবৈধ দখলে আছে।

মেয়র বলেন, ঢাকা শহরের খালে দূষণ। তাছাড়া খাল দখলও হয়ে আছে। এটি একদিনে সমাধান সম্ভব না। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম প্রমুখ।

এএসএস/আরএইচ