সাতকানিয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ব্যতিক্রমী ঈদ আনন্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রত্যন্ত অঞ্চল ছদাহা আশ্রয়ণ প্রকল্পের আঙিনায় আয়োজিত হয়েছে 'আমাদের ঈদ উৎসব'।

বুধবার (২ এপ্রিল) ব্যতিক্রমী এ উৎসবে প্রায় দুই শতাধিক পরিবারের নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনভর চলে নানা ধরনের গ্রামীণ খেলাধুলা ও প্রশ্নোত্তর পর্ব। হাঁড়িভাঙ্গা, সুই গাথা, বল কুড়ানো, ঝুড়িতে বল নিক্ষেপ, আঞ্চলিক ভাষায় কৌতুক, এবং চেয়ার খেলার মতো ইভেন্টগুলোতে সবার মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। শিশুদের জন্য আয়োজিত চামচ দৌড় বিশেষভাবে নজর কাড়ে সবার।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কৌতুক অভিনয় ও কুইজ প্রতিযোগিতা, যেখানে হাসির ফোয়ারা ছোটানোর পাশাপাশি জ্ঞানভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তা মো. ফরকান উদ্দিন বলেন, ঈদ আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত।

অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি, অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। এই উদ্যোগের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদের আনন্দ আরও গভীর হয়েছে।

স্মার্ট ভিলেজ প্ল্যাটফর্ম এই ঈদ উৎসবের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল এবং কারিগরি সহায়তা প্রদান করে চলোএক্স ডটকম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দিন।

এমআর/এআইএস