করোনা মহামারির এ সময়ে মসজিদে সীমিত পরিসরে বিয়ের বিষয়টিকে ‘অ্যাপ্রিশিয়েট’ (প্রশংসা) করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩১ মে) মন্ত্রিসভা বৈঠক (ভার্চুয়াল) শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এর মধ্যে কয়েকটা বিষয় আমার নলেজে এসেছে, মসজিদে গিয়ে এরপর মেয়ের বাসায় গিয়ে ৪-৫ জন মিলে বিয়ে পড়িয়ে বউ নিয়ে এসেছে। আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং ধন্যবাদ জানাই যারা এ কাজগুলো করছেন।’

ভারত থেকে যারা আসছেন তারা সবাই কোয়ারেন্টাইনে থাকছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দুজন খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান কোয়ারেন্টাইনে ছিলেন। তারা প্র্যাকটিসে গেছেন। ক্রিকেট বোর্ড বলার পর আমরা তাদেরকে বোঝালাম, তোমরা আমাদের সবার আইডল। তোমরা যদি মানো তাহলে সবার জন্য সুবিধা। তারা ভালো কো-অপারেট করেছেন। এ জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।’

এনআইডি বিভাগকে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যরা প্রতিক্রিয়া জানাচ্ছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা তো অনেক আগের সিদ্ধান্ত। আমাদের কাছে সিদ্ধান্তটা কনভে করা হয়েছে। আমরা অ্যালোকেশন অব বিজনেস দেখছি। প্রয়োজন হলে পুরোপুরিটার জন্য আমরা আবার মিটিং করব।’

মানুষের স্বাস্থ্যবিধি পরিপালনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গণমাধ্যমকে আরও প্রচারণার আহ্বান করেছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যবিধির বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটা বার বার রিকোয়েস্ট (অনুরোধ) করেছেন, প্রধানমন্ত্রী এবং পুরো কেবিনেট। আপনারাও (গণমাধ্যম) বার বার রিকোয়েস্ট করছেন, কিন্তু এরপরও দেখা যায় অনেক লোক মাস্ক পরেন না। এটা তো আমাদের সবাইকে কো-অপারেট করতে হবে। কারণ আমরা বার বার বলছি, এটা কমিউনিটি ডিজিস। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কেয়ারফুল (সচেতন) হওয়ার সুযোগ আছে। আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি, ডেফিনেটলি (নিশ্চিতভাবে) এটা কমে যাবে। সেজন্য আপনারা (গণমাধ্যম) কাইন্ডলি সবাইকে বলবেন, যে যেখানে আছেন মাস্কটা যেন ব্যবহার করি, স্যানিটাইজার যেন ব্যবহার করি।’

এসএইচআর/এফআর