মিরপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা। শনিবার (২২ মার্চ) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– আব্দুল বাসেদ ওরফে বাধন ওরফে বাদল (২২) ও মো. নয়ন মিয়া ওরফে বাবু (২৫)। রোববার (২৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে রাস্তার ওপর দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পুলিশের টহল দল সেখানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাদল ও নয়নকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে তাদের দুই সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য এবং মিরপুর-১০ গোলচত্বরে ছিনতাই করার জন্য জড়ো হয়েছিল বলে স্বীকার করেছে।

পুলিশ জানায়, নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসি/এসএসএইচ