ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে মিরপুরে ওয়ার্কশপে পুলিশের অভিযান

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে মিরপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ।

শনিবার (২২ মার্চ)  ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অভিযান পরিচালনাকালে মিরপুর এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে তাদের সতর্ক করে দেওয়া হয়। 

ঈদের আগে তারা যাতে কোনো লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সে মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 

অভিযানে মিরপুর ট্রাফিক বিভাগের  উপ-পুলিশ কমিশনার, বিআরটিএ-এর ম্যাজিস্ট্রেট, মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।

জেইউ/জেডএস