ধানমন্ডিতে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর ধানমন্ডিতে বাইতুল আমান জামে মসজিদের সামনে শাহ আলম (৩৫) নামে এক চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

চালক শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ নুর আহাদ জানান, আমরা রাতে ডিউটি করার সময় ধানমন্ডি থানার বায়তুল আমান জামে মসজিদের সামনে শাহ আলমকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।

তিনি আরও বলেন, শাহ আলমের কাছ থেকে জানা যায়, অজ্ঞান পার্টিরা তাকে কিছু খাইয়ে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নুরুল ইসলামের ছেলে বলে জানান।

এসএএ/এমএন