সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে বেইলি রোডের ইফতার বাজার

রমজানের শুরুতে নানাবিধ কারণে বেইলি রোড এলাকার ইফতারের ব্যবসা পুরোপুরি জমে উঠেনি। কিছুটা দেরি হলেও গত কয়েকদিনে বড়লোকের ইফতার বাজার খ্যাত বেইলি রোডের ইফতার বাজার জমতে থাকে। সাপ্তাহিক ছুটিরদিন হওয়া আজ রীতিমতো লাইন ধরে ইফতার কিনতে দেখা গেছে ক্রেতাদের।
শুক্রবার (২১ মার্চ) বেইলি রোডের ইফতারের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, এখানকার নানা ধরনের ইফতারের ঘ্রাণে ক্রেতারা বিমোহিত। বাহারি কাবাব থেকে শুরু করে হালিম-জিলাপি, লাচ্ছি, ফালুদা– কি নেই এখানকার দোকানগুলোতে। পাশাপাশি বাঙালির ইফতারে ঐতিহ্য ছোলা-বেগুনি, হরেক রকমের পিঠা তো আছেই।
বিজ্ঞাপন
নবাবী ভোজ রেস্টুরেন্ট অর্ধশতাধিক আইটেমের ইফতার মিলছে। ছোলা, বুট থেকে শুরু করে খাসির মাংস ভুনা, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, জালি কাবাব, শিক কাবাব, রেশমি কাবাব, সুতি কাবাব, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, মোরগ পোলাও। এসব ইফতার আইটেমের দাম সর্বনিম্ন ৬০ থেকে শুরু করে ১৪০০ টাকা পর্যন্ত। এই রেস্টুরেন্টে কাবাব আইটেমের পাশাপাশি হরেক রকমের নান ও পরোটা বেশি বিক্রি হতে দেখা গেছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, অন্যদিকে ঈদের শপিং করতে আসা মানুষ ইফতারের আগে বাসায় না ফিরে এখানে বসে ইফতার করবেন। তারাও নিচ্ছেন বিভিন্ন ধরনের ইফতার আইটেম।
তিনি আরও বলেন, আমাদের হালিম, বিরিয়ানির ও মাংসের তৈরির বিভিন্ন কাবাব আইটেম জনপ্রিয়। যার কারণে লাইন ধরে মানুষ ক্রয় করছেন। এছাড়া অন্যান্য আইটেমও বিক্রি হচ্ছে।
এএইচআর/এমএন