মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হারিয়ে ফেলেন পাসপোর্ট, অতঃপর...

চট্টগ্রামের রাউজানের বাসিন্দা নুরুল আমিন তার মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হারিয়ে ফেলা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

মায়ের জানাজায় অংশ নিতে তড়িঘড়ি করে সংযুক্ত আবর আমিরাতের দুবাই থেকে দেশে ফেরেন চট্টগ্রামের এই বাসিন্দা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বেরিয়ে যান নুরুল আমিন। তবে তার তিনটি পাসপোর্ট ভুলে রেখে যান বিমানবন্দরের পার্কিং এলাকার ট্রলিতে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যাত্রী নুরুল আমিন দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করেন। মায়ের জানাজায় অংশ নিতে তড়িঘড়ি করে যাওয়ার সময় বিমানবন্দরের পার্কিং এলাকায় তার পাসপোর্ট ভুলে ফেলে যান। সেখানে তার দুটি পুরাতনসহ তিনটি পাসপোর্ট ছিল। বিমানবন্দরের টহল টিম পাসপোর্ট তিনটি পার্কিং এলাকায় ট্ৰলিতে পায়। পাসপোর্ট হারানোর বিষয়টি তিনি আজ সকাল ৮টা পর্যন্ত জানতেন না।

তিনি বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ পাসপোর্টে থাকা নম্বরে যোগাযোগের পর নুরুল আমিন হারিয়ে যাওয়া পাসপোর্টের বিষয়ে অবগত হন। তাকে আশ্বস্ত করা হয়, বিমানবন্দরের নিরাপত্তা শাখায় এসে পাসপোর্টগুলো সংগ্রহ করে নিতে। এরপর আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার সময় যাত্রী নুরুল আমিন বিমানবন্দরে এসে পাসপোর্ট সংগ্রহ করেন। পাসপোর্ট হাতে পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এ ধরনের যাত্রীবান্ধব সেবা যেন সবসময় চালু থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

যাত্রী নুরুল আমিন বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলি। আবার যে ফেরত পাবো তা বিশ্বাস করিনি। পাসপোর্টগুলো না পেলে অনেক ভোগান্তি হতো। পাসপোর্ট বুঝিয়ে দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ। 

আরএমএন/এমএসএ