পরিস্থিতি বুঝে সীমান্তবর্তী জেলায় চলাফেরার ওপর নিয়ন্ত্রণ
পরিস্থিতি বুঝে সীমান্তবর্তী জেলায় চলাফেরার ওপর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সীমান্তবর্তী জেলাগুলোর ওপর আমরা বিশেষ নজর রেখেছি, যদি সেখানে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়...ওই জায়গাগুলোতে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারব। বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। আপাতত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এরইমধ্যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয়ভাবে লকডাউন দিয়েছি। ভারতের বিষয়টির আশঙ্কা থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সেটা আমরা করছি। সীমান্তবর্তী কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বিধিনিষেধ দেওয়ার বিষয়ে প্রস্তাব এসেছে, আমরা সেটি নিয়ে চিন্তা-ভাবনা করছি। সেই বিষয়ে আমরা হয়তো জানাব, কী করা যেতে পারে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, যশোর ও নাটোর-জেলাগুলোর মধ্যে সাতক্ষীরার বিষয়টি আমরা একটু বেশি দেখছি। হয়তো সিদ্ধান্ত আসবে কীভাবে এটা করা যায়। তবে আমরা চাইব যে জায়গাটিতে স্পেসিক্যালি আক্রান্ত সেই জায়গাটিতে শনাক্ত করার চেষ্টা করব। এমনও হতে পারে পুরো সাতক্ষীরা নয়, যে স্থানটিতে বেশি সংক্রমণ সেই জায়গা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। যাতে মানুষের জীবনজীবিকা ক্ষতিগ্রস্ত না হয়। সরকার সেই বিষয়টি খেয়াল রাখছে।’
বলা হচ্ছে সংক্রমণ ৫ শতাংশ স্বাভাবিক, এখন সংক্রমণ কত শতাংশ- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ৯ শতাংশের বেশি, ৮ শতাংশের বেশি এমন আছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ ও কোভিড সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ চলমান থাকবে। আমরা চাইছি সংক্রমণটাকে ৫ শতাংশের কাছাকাছি নিয়ে আসার জন্য। ৫ শতাংশে নেমে এলে বলা হয় স্বস্তিদায়ক পরিস্থিতি আছে, ঝুঁকিপূর্ণ অবস্থা নয়। আমরা সেই রকম অবস্থার দিকে নিতে চাই।’
মানুষ যথেষ্ট পরিমাণে সাড়া দিচ্ছে। প্রত্যেকে সচেতন হয়েছে, মানুষ অপ্রয়োজনে বাইরে আসছে না। এটা একটা ভালো লক্ষণ, এক্ষেত্রে আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এসএইচআর/জেডএস