রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ নবোদয় হাউজিং সি ব্লকের দুই নম্বর রোডের একটি টিনশেড বাসায় কয়েলের আগুন থেকে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। 

দগ্ধরা হলেন- মো. সোহেল (২৭). তার স্ত্রী লাবনী আক্তার (১৮) ও দুই বছরের শিশু মোরসালিন।

শনিবার (২৯ মে) রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আগুনে সোহেলের ৭৫ শতাংশ, স্ত্রী লাবনী আক্তারের ৩০ শতাংশ ও ছেলে মোরসালিনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রুমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, রাত তিনটার দিকে নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে। দগ্ধ অবস্থায় দুই বছরের ছেলেকে রেখে স্বামী-স্ত্রী বাইরে আসে। পরে আমরা গিয়ে শিশুটিকে উদ্ধার করি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, তাদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এখনই কিছু বলা যাচ্ছে না। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর থেকে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছে। এখানে তাদের চিকিৎসা চলছে। 

এসএএ/জেডএস