রাজধানীর মিরপুরে সোহানা (৯) নামে এক শিশু মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এ ঘটনায় শিশুটির সৎ মা পারভীনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১’র আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সোহানা কয়েক মাস আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। সেই আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু সোহানা আবার পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, নাকি কেউ তাকে আঘাত করায় রক্তক্ষরণ হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, এখনো বিষয়টি পরিষ্কার নয়। আমরা এ ঘটনায় সোহানার সৎ মা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

তিনি আরও বলেন, নিহতের মামা অর্থাৎ সোহেলের প্রথম স্ত্রী কুলসুমের ভাই নূর হোসেন এটা হত্যাকাণ্ড বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগও আমরা খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পেলে পারভীনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হবে।

এমএসি/এমএইচএস/জেএস