কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর চট্টগ্রামে আটক
কক্সবাজার জেলার পেকুয়া থানার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ওরফে বনের রাজা জাহাঙ্গীর ওরফে ডাকাত জাহাঙ্গীরকে (৪০) অস্ত্রসহ আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার ( ২৭ মে) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ফকিরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার। জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার পেকুয়া থানা জাফর আলমের ছেলে।
বিজ্ঞাপন
র্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার ফকিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম ওরফে বনের রাজা জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন সন্ত্রাসীদের নিকট অবৈধ অস্ত্র বিক্রি আসছিল। এছাড়া নিজে অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাত।
র্যাব জানায়, জাহাঙ্গীর আলম নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, অবৈধভাবে বন দখল ও বনজ সম্পদ ধ্বংস, অস্ত্র ও হত্যাসহ আট মামলার আসামি। এ বছরের এপ্রিলে পেকুয়া থানার নেজাম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর।
তাকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কেএম/ওএফ