রাস্তায় ঝাড়ু দিতে গিয়ে প্রাণ হারালেন পরিচ্ছন্নতাকর্মী
রাজধানীর খিলক্ষেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শরিফা বেগম (৩২) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে রাস্তায় ঝাড়ু দেওয়া সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
নিহতের চাচা আব্দুস সালাম জানান, এক বছর ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অস্থায়ী পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি। স্বামী রাসেল ও দুই সন্তানকে নিয়ে খিলক্ষেত এলাকার বনরূপা এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আলিপুর গ্রামে। বাবার নাম মতি মিয়া।
খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সরকার ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লোটাস কামাল টাওয়ারের বিপরীত পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকজন মিলে ঝাড়ু দেওয়ার সময় কোনো একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।
এসএএ/এফআর