দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি বাংলাদেশকে একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের জানমাল এবং ফসল ও মাছের ঘের। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই।' 

বুধবার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আমাদের পশ্চিমে ওডিশার উত্তরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। এটি এখনো অতিক্রম করছে। আমরা আশা করছি বিকেল ৪টা নাগাদ এটি ওডিশা অতিক্রম করবে। 

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘাচ্ছন্ন ঢাকা শহর / ছবি : সুমন শেখ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইতোমধ্যে সকালে ওডিশার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এটি মুভমেন্ট করলেও ওডিশা এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে করবে। বাংলাদেশে আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই। 

এসময় মন্ত্রীর পাশে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন বলেন, এটি একদম সাইন্টিফিক হিসাব।

ডা. এনামুর রহমান বলেন, ১৪ জেলার প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কতটা পড়েছে তা আমরা পেয়েছি। 

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সরকারের সার্বিক পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করেছি। 

এসএইচআর/এসএম/জেএস