চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫২ হাজার ৮৭২ জন।

বুধবার (২৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১০১৩টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৮৭২  জন। যার মধ্যে নগরীর ৪২ হাজার ২০১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৬৭১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৬০৪ জনের। যার মধ্যে নগরীর ৪৩৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬৯ জন। মঙ্গলবার চট্টগ্রামে করোনায় মারা গিয়েছিলেন চারজন।

কেএম/এমএইচএস