রাস্তায় ময়লা ফেলায় জুয়েলারি দোকান বন্ধ করল ডিএনসিসি
রাস্তায় ময়লা ফেলার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় বন্ধ করে দেওয়া হয়েছে একটি জুয়েলারি দোকান। একইসঙ্গে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সেগুলো নিলামে বিক্রি করা হয়।
মঙ্গলবার (২৫ মে) রাজধানীর উত্তরা, দক্ষিণখান ও আব্দুল্লাহপুর এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় রাস্তায় ময়লা ফেলার কারণে স্বর্ণের দোকন একুশে জুয়েলার্স তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সময় রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সেগুলো স্পট নিলামে বিক্রি করা হয়।
বিজ্ঞাপন
উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের নগরবাড়ি এলাকায় অবৈধভাবে রাস্তায় এবং ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখা ছিল। সেগুলো প্রকাশ্য নিলামের মাধ্যমে আনুমানিক ৫ টন রড নগদ ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
এ সময় ডিএনসিসি মেয়রের নির্দেশনায় একই ওয়ার্ডের মধুবাগ এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত সিমেন্টের পিলার বুলডোজার দিয়ে ভেঙে সরিয়ে ফেলা হয়।
পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম এসব এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এসময় তিনি বলেন, নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলুন।
এএসএস/এসকেডি/জেএস