মেলা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, প্রাণ গেল একজনের

চট্টগ্রামের মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহেদ হোসেন মুন্না নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। 

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে দিবাগত রাতে মিরসরাই পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্না মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পেশায় নির্মাণসামগ্রী সাপ্লায়ের সঙ্গে জড়িত মুন্না। তিনি যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্যমেলা চলছিল। সোমবার সন্ধ্যায় মেলায় পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসাইনের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাতে দুই পক্ষের নেতাকর্মীরা একে অপরকে খুঁজে হামলার চেষ্টায় ছিল।

একপর্যায়ে রাত আনুমানিক ১০টার দিকে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে জাহেদ হোসেন মুন্নার ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে মুন্না নামে একজন মারা যায়। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এমএ