ঘূর্ণিঝড় তওকতের পর ইয়াসের মুখোমুখি ভারত ও বাংলাদেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি বুধবার (২৬ মে) ভোরের দিকে উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

ঝড়ের মূল কেন্দ্র পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে। এর দুপাশে থাকবে উত্তর উড়িষ্যা ও খুলনা উপকূল। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য দিয়েছে।

সোমবার (২৪ মে) দুপুরের পর ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস নামটি যেভাবে এল 

ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ করেছে ওমান। শব্দটির উৎপত্তি ফার্সি ভাষা থেকে। ইংরেজি শব্দ জেসমিন এবং ফারসি শব্দ ইয়াস সমার্থক। জেসমিন মূলত সুগন্ধী এক ধরনের গাছ।

ঘূর্ণিঝড়ের নামকরণ যেভাবে হয়  

২০০৪ সালের আগে ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হওয়ায় ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো। এ কারণেই বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের নামকরণ শুরু হয়। এর আগে যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ হতো। 

সাগরভেদে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে রিজিওনাল স্পেশালাইজড মেটেওরোলজিক্যাল সেন্টার (আরএসএমসি) এবং ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার (টিসিডব্লিউসি)। ভারত মহাসাগরের উত্তর অংশ, বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঝড়গুলোর নামকরণে আদর্শ পদ্ধতি অবলম্বন করে নয়া দিল্লিতে অবস্থিত আরএসএমসি।  

ক্রান্তীয় ঝড়ের বিষয়ে গঠিত ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক প্যানেলের আটটি সদস্য দেশ ২০০৪ সালে ৬৪ নাম প্রস্তাব করে। সেখান থেকে নামকরণ শুরু হয়।  

২০১৮ সালে ৪৫তম সেশনে আরও পাঁচটি দেশ যুক্ত হয়। বর্তমানে প্যানেলে ১৩টি দেশ রয়েছে। দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। গত বছর আম্ফানের মধ্য দিয়ে আগের প্রস্তাবিত নামগুলো শেষ হয়। সদস্য দেশগুলো নতুন করে আরও কতগুলো নামের তালিকা জমা দিয়েছে। সেখান থেকেই ইয়াস নামটি নেওয়া হয়েছে। পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নাম হচ্ছে- গুলাব (পাকিস্তান), শাহীন (কাতার), জাওয়াদ (সৌদি আরব), আসানি (শ্রীলঙ্কা), সিতরাং (থাইল্যান্ড) ইত্যাদি।

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন।

আরএইচ