শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-২০২৫ চলছে। সেই বিপিএলকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণার সঙ্গে সমন্বয় করে তারুণ্যের উৎসব বাস্তবায়নের জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যুব উৎসব’ বাস্তবায়নে মাঠপর্যায়ে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালককে আহ্বায়ক ও একই অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালককে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালক, সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালক, শারীরিক শিক্ষা-১ এর সহকারী পরিচালক, শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-২০২৫ সঙ্গে সমন্বয় করে তারুণ্যের উৎসব বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হলো।

এনএম/এমএ