আটক ভারতীয় জেলেদের শারীরিক নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঢাকা বলছে, এ ধরনের মিথ্যা অভিযোগে বাংলাদেশ হতাশ হয়েছে।

সম্প্রতি আটক ভারতীয় জেলেদের শারীরিক নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অবস্থানের জানান দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কোনো অবস্থাতেই আটক জেলেদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা গেছে, এ ধরনের কোনো অসুস্থ আচরণ বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি। বাংলাদেশ উল্লেখ করতে চায় যে, আটক ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের বাংলাদেশে অবস্থানকালে যথাযথভাবে আচরণ করা হয়েছিল। আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদেরকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয়েছিল, যারা জেলেদের আটকের সময় দেখতে গিয়েছিলেন।

 আরও উল্লেখ করা হয়, ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও গত ২  জানুয়ারি এসব  জেলেদের জেল থেকে মুক্তি দেওয়ার সময় এবং ৪ জানুয়ারি মংলা থেকে জেলেদের প্রস্থানের সময় উপস্থিত ছিলেন। যেসব হাসপাতাল থেকে ভারতীয় জেলেদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, তারা নিশ্চিত করেছে যে, জেলেদের মেডিকেল ফিটনেস ছিল। সামুদ্রিক সীমান্তের দিকে তাদের যাত্রার সময় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ সমস্ত প্রয়োজনীয় সহায়তা এবং ব্যবস্থা করেছিল।

বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কেননা এহেন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষুণ্ন করে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ভারত আর বাংলাদেশ কোস্ট গার্ড একে অপরের দেশে আটক মোট ১৮৫ জন জেলেকে নিজ দেশে ফেরত দিয়েছে। একইসঙ্গে দুই দেশ আটককৃত নৌযানগুলোর হস্তান্তর করেছে।

এনআই/এমএ